ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কারাফটক থেকে ইয়াবাসহ তরুণ গ্রেফতার

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৩ নভেম্বর ২০২১

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে ইয়াবাসহ মো. নয়ন রাজ (২২) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার নয়ন গাজীপুরের গাছা থানাধীন মৈরান এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।

কোনাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জাগো নিউজকে বলেন, সোমবার বিকেলে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ভেতরে যাওয়ার সময় নয়নের আচরণ সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ফটকের আরপি চেকপোস্টে নয়নকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি আরও বলেন, রাতে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ বাদী হয়ে নয়নের বিরুদ্ধে মাদক মামলা করেন। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার নয়ন রাজের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।

মো. আমিনুল ইসলা/এসজে/এএসএম