ভাড়া মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ধর্ষণচেষ্টা
পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- নুর বাহাদুর (২৫) ও সুজন হাওলাদার (২২)। নুর ভাড়ায় মোটরসাইকেল চালান।
এদিকে দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে নুর বাহাদুরকে প্রধান আসামি করে ছয়জনের নামে ধর্ষণচেষ্টা মামলা করে।
মামলা সূত্রে জানা যায়, ছাত্রী মঙ্গলবার সরকারি খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে ভাড়ায় নুরের মটোরসাইকেলযোগে তার বাড়ি যাচ্ছিলেন। এ সময় তাকে ভুল বুঝিয়ে নুর তাদের বাড়ি লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামে নিয়ে যান। সেখানে ফাঁকা বাড়িতে মেয়েটিকে নুর ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তার সহযোগীরাও যৌন নিপীড়নের চেষ্টা চালান।
শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে নুরসহ তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যান। স্থানীয় এক সাংবাদিকের সহযোগিতায় ওই ছাত্রীকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জাগো নিউজকে বলেন, ভুক্তভোগী ছাত্রী ধর্ষণচেষ্টার মামলা করেছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্ত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আসাদুজ্জামান মিরাজ/এসজে/জিকেএস