ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধুনটে আ’লীগের ৮ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৬ নভেম্বর ২০২১

বগুড়ার ধুনটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করায় আট নেতাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক মোজাফফর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লিপটন মাহমুদ, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম, সদস্য আব্দুর রশিদ, বিশা মন্ডল, ছয় নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আজগর আলী মন্ডল, সাত নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন্দ, এক নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ তারেক হেলালের আনারস প্রতীকের পক্ষে ওই নেতারা সভা, মিটিং ও মিছিল করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি এম আই নুরুন্নবী তারিক ওই নেতাদের অব্যাহতি দেওয়ার সত্যতা স্বীকার করেছেন।

আগামী ২৮ নভেম্বর ধুনট উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউএইচ/এএসএম