ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবশেষে সরানো হলো সেই দুই প্রিসাইডিং অফিসারকে

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৭ নভেম্বর ২০২১

অবশেষে উপজেলাজুড়ে আলোচনা সমালোচনার পর দলীয় মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের দুই নেতাকে প্রিসাইডিং অফিসারের পদ থেকে সরিয়ে দেয়া হলো। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার ও গাইবান্ধা ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার।

এর আগে ‘নৌকা না পেয়ে প্রিসাইডিং অফিসার!’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রচারিত হয়। পরে জেলা জুড়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা।

শনিবার (২৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জানার পর বিষয়টির সত্যতা পান ও তাদেরকে পরিবর্তন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালেরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি এম.এ রুহুল আমীন এবং গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ সাজু মাস্টার।

এম.এ রুহুল আমীন সভারচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং শাহনেওয়াজ সাজু স্থানীয় আহম্মেদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে তারা দুজনই জেলা এবং ধানমন্ডির আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন।

ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে তারা ব্যানার-ফেস্টুনে প্রচার-প্রচারণাও করেছেন। করেছেন এলাকায় গণসংযোগও। কিন্তু শেষমেশ তারা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হন। মনোনয়ন পান ইউপির বর্তমান চেয়ারম্যান সেখ মোহাম্মদ হারুনুর রশীদ।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শাহনেওয়াজ সাজু মাস্টার প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পান গাইবান্ধা ইউনিয়নের গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এবং এম.এ রুহুল আমীন দায়িত্ব পান চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিচর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে।

গাইবান্ধা ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছানোয়ার হোসেন জাগো নিউজকে জানান, বিষয়টি জানার পর আমরা তথ্য গোপন করার কারণে তাদেরকে পরিবর্তন করে দিয়েছি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা জাগো নিউজকে বলেন, আমরা দুজনের সঙ্গেই কথা বলেছি, উনারা স্বীকার করেছেন। তারা বিষয়টি আমাদের কাছে গোপন করার কারণে আমরা তাদেরকে রিপ্লেস করেছি, যেহেতু তাদের দলীয় পদ রয়েছে।

নাসিম উদ্দিন/এফএ/জেআইএম