অটোরিকশায় মিললো এক লাখ ইয়াবা, যুবক আটক
কক্সবাজারের খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ গফুর উদ্দিন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার (২৯ নভেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানের সময় নুরুল আমিন (৪২) ও নুর মোহাম্মদ (৩৭) নামে আরও দুজন মাদক কারবারি পালিয়ে যান। আটক গফুর উদ্দিন উখিয়া উপজেলার বালুখালীর আনঞ্জুমান পাড়ার আব্দুস সালামের ছেলে।

র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত সাড়ে ৯টার দিকে র্যাবের একটি দল খুরুশকুল রোডস্থ সিকদার মার্কেটের সামনে অভিযান চালায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবাসহ গফুর উদ্দিনকে আটক করা হয়।
সেখানে আরও জানানো হয়, মামলা দিয়ে জব্দ ইয়াবা-সিএনজিসহ তাকে তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান