ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেষ হলো শরীয়তপুরের ইজতেমা

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৪ ডিসেম্বর ২০২১

মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শরীয়তপুর জেলা ইজতেমা।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাতে মুসলিম উম্মাসহ সমগ্র মানব জাতির শান্তি কামনা করা হয়। নির্যাতিত মুসলিমদের জন্যও দোয়া করা হয়। ২৫ মিনিট ব্যাপী এ মোনাজাত দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা জেলা শূরাহ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে সদর উপজেলার পালং ইউনিয়নের ভুচুরা কানার বাজার এলাকায় শরীয়তপুর জেলার আঞ্চলিক এ ইজতেমা শুরু হয়।

মো. ছগির হোসেন/এএইচ/জেআইএম