ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরের এসপি নাছিরের প্রত্যাহার দাবি

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৪ ডিসেম্বর ২০২১

জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে জামালপুরে সাংবাদিকদের সব সংগঠন একতাবদ্ধ হয়ে মানববন্ধন করে।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে শহরের দয়াময়ী চত্বরে হওয়া ঘণ্টাব্যাপী মানববন্ধনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহার দাবি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, পুনাক মেলা উপলক্ষে শুক্রবার রাতে পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডাকেন। এ সভায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান উপস্থিত না হওয়ায় পুলিশ সুপার ক্ষিপ্ত হন এবং তাদের পিটিয়ে চামড়া তুলে নেওয়াসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ৭১, জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মোস্তফা মনজু, সুলতান আলম, বজলুর রহমান, জাহিদ হাবিব, মুখলেছুর রহমান লিখন, আনোয়ার হোসেন মিন্টু, নুরুল হক জঙ্গি, মাহফুজুর রহমান, শাহ জামাল প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে এসপি নাছির উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। সাংবাদিকদের বিরুদ্ধে আমি কিছু বলার প্রশ্নই ওঠে না।’

মো. নাসিম উদ্দিন/এসজে/এএসএম