হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক আসার মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এর আগে সকাল থেকে ভারত থেকে আমদানি পণ্যের ওজনে গরমিলের অভিযোগ করায় রপ্তানি বন্ধ করে দেয় ভারতের ট্রাক চালক সমিতি।
আমদানি রপ্তানিকারক ফিরোজ আহমেদ বলেন, ভারত থেকে আমদানি করা গম, ভুট্টা, ভুসির গাড়িগুলোতে ২০০-৪০০ কেজি কম হয়। ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরে বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের অবগত করলেও কোনো সুরাহা হয়নি।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক হিলি বন্দর স্কেলে ওজন করে দেখা যায় ওই দেশের ওজনের সঙ্গে এদেশের ওজনে মিল নেই। বিষয়টি কয়েকদিন আগে তাদের অভিযোগ করা হয়। এতে করে ভারতের কয়েকটি পণ্যবাহী ট্রাক বন্দরের বাইরের স্কেলে পরীক্ষার জন্য ওজন করা হয়। তাতেও তাদের ওজনে কম পাওয়া যায়। এ কারণে ভারতীয় ট্রাকচালক সমিতি হিলি বন্দরে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেয়।
এ বিষয়ে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ভারত ব্যবসায়ীরা পণ্য রপ্তানি কেন বন্ধ করে দিলো এ বিষয়ে আমাদের কোনো লিখিত চিঠি দেয়নি।
আরএইচ/জিকেএস