ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইউপি নির্বাচনে প্রতীক পেলেন সেই ‘মাদক ব্যবসায়ী’

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৭ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছেন সেই ‘মাদক ব্যবসায়ী’ সোহেল মিয়া। মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের দিনে তাকে ফুটবল প্রতীক দেওয়া হয়।

সোহেল উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার পুরো পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আছে।

তবে আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন জাগো নিউজকে বলেন, সোহেল নামের একজনকে ফুটবল প্রতীক দেওয়া হয়েছে। সে মাদক ব্যবসায়ী কি না তা আমাদের জানা নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াপাড়া গ্রামের একটি পরিবারের সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত, যা এলাকাবাসী জানে। সোহেল মিয়া ওই পরিবারের একজন সদস্য। ওই পরিবারের কোনো সদস্য গ্রেফতার হলে অন্য সদস্যরা ব্যবসার হাল ধরেন।

গ্রামবাসীর অভিযোগ, বালিয়াপাড়া গ্রামটি কলঙ্কিত করেছে এই একটি মাদক পরিবার। তাদের পরিবারের সদস্য নির্বাচনে নামায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে বাকি মেম্বার প্রার্থীদের ভয়ভীতি দেখানো ও তাদের মাঠ ছেড়ে দিতে হুমকিরও অভিযোগ উঠেছে সোহেলের বিরুদ্ধে।

থানা সূত্রে জানা গেছে, সোহেলের বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা আছে। সোহেল জেলে গেলে তার বাবা মকবুল মিয়া (৫২) মাদক ব্যবসার হাল ধরেন। তার বিরুদ্ধে মাদকের দুটি মামলা আছে। সোহেলের মা সোনাবিবির (৪০) বিরুদ্ধেও ৯টি মাদক মামলা আছে। তিনি গাঁজা, হেরোইন ও ফেনসিডিলসহ সব ধরনের মাদক লুকিয়ে বিক্রি করেন।

এ বিষয়ে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার আবু সিদ্দিক জাগো নিউজকে বলেছিলেন, সোহেল মিয়ার পরিবারের সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এটা সবাই জানে। তাদের বিরুদ্ধে থানায় অনেকগুলো মামলা আছে। কয়েকবার জেলও খেটেছে। এলাকায় তাদের ব্যাপারে প্রকাশ্যে কেউ কিছু বলার সাহস পায় না।

অভিযোগ স্বীকার করে মেম্বার প্রার্থী মো. সোহেল বলেছিলেন, ‘আমি আগে মাদক ব্যবসা করতাম’। এখন ভালো হয়ে গেছি। মাদক ব্যবসার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে যেসব মামলা আছে, সেগুলোতে বর্তমানে জামিনে আছি। আমি জনপ্রতিনিধি হয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জাগো নিউজকে বলেছিলেন, সোহেলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা আছে। এর মধ্যে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল, সেগুলোতে জামিনে আছে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস