ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে ট্রাকচাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২১

নীলফামারীর ডিমলায় ট্রাকচাপায় বিশ্বনাথ রায় (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা এগারটার দিকে উপজেলা সদর ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিশ্বনাথ রায় উপজেলার ডিমলা ইউনিয়নের উত্তর তিঁতপাড়া ভাটিয়াপাড়া এলাকার মিমানাথ রায়ের ছেলে।

ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নীলফামারী থেকে ডিমলাগামী ট্রাকটি বাবুরহাট এলাকায় পৌঁছালে বিশ্বনাথ রায়ের মোটরসাইকেল চাপা দেয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এএসএম