ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিয়ের আসর থেকে কারাগারে বর

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ১১:৪৮ এএম, ১০ ডিসেম্বর ২০২১

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের আসর থেকে কারাগারে গেলেন রতন মিয়া (২০) নামের এক যুবক।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ১১টায় উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন তাকে তিন মাসের কারাদণ্ড দেন।

রতন মিয়া পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার রহিদুল ইসলামের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন বলেন, বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ের খবর পেয়ে অভিযানে যাই। খবর পেয়ে বরযাত্রী ও কনের পরিবারের সবাই পালিয়ে গেলেও রতন মিয়াকে ঘটনাস্থলে পাওয়া যায়। পরে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) কমল জানান, শুক্রবার দুপুরে বর রতন মিয়াকে কারাগারে পাঠানো হবে।

বরিউল হাসান/আরএইচ/জিকেএস