টাঙ্গাইলে সড়কে ঝরলো পিকআপ চালকের প্রাণ
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে উপজেলার নাটিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপভ্যান চালক কাউসার আহম্মেদ (২০) সামাদ আলীর ছেলে। আহতরা হলেন নিজাম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও নইমুদ্দিনের ছেলে মুসলেম উদ্দিন (৫০)। হতাহত সবার বাড়ি মির্জাপুর উপজেলায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে মির্জাপুরগামী মালবাহী একটি পিকাপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক নিহত ও পিকআপে থাকা আরও দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে টাঙ্গইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর হয়েছে।
আরিফ উর রহমান টগর/এমকেআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’