ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে শেষ হলো তিন দিনব্যাপী ইজতেমা

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২১

লালমনিরহাটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

শুক্রবার (১০ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে কালেক্টরেট মাঠে ইজতেমার আখেরি মোনাজাতে প্রায় লক্ষাধিক মুসল্লি অংশ নেয়।

ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরুব্বী ও জিম্মাদার মো. শাহাদত হোসেন।

ইজতেমার আয়োজক কমিটির আমির আলহাজ শহিদার রহমান জানান, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এ ইজতেমা। ইজতেমায় বিভিন্ন জেলা থেকে মসুল্লীরা অংশ নিয়েছেন। এছাড়া দেশের প্রখ্যাত আলেমগণ ইজতেমায় বয়ান পেশ করেন।

এএইচ/এএসএম