ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১২ ডিসেম্বর ২০২১

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, স্থানীয় শাহ আলমের মালিকানাধীন গুদাম ভাড়া নিয়ে বাদশা মিয়া, হালিম হোসেন, মুকুল মিয়া ও আবদুর রউফ ঝুট ব্যবসা করে আসছিলেন। দুপুরে টিনশেডের ঝুট গুদামে আগুন লাগে। এসময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে দিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেন।

আগুনে টিনশেডের আধাপাকা কয়েকটি গুদাম পুড়ে গেছে। এসব গুদামে গার্মেন্টসের ঝুট মালামাল রয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস