ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পার্বতীপুরে শিশু ধর্ষণচেষ্টায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৫:১১ পিএম, ১২ ডিসেম্বর ২০২১

দিনাজপুরের পার্বতীপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় ইসহাক আলী (৩১) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ ডিসেম্বর) দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ইসহাক আলী পার্বতীপুর উপজেলার আমেরিকান ক্যাম্প পাড়ার ফিরোজ মিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তৈয়বা বেগম জানান, ২০২০ সালের ৫ অক্টোবর বিকেলে বাড়ির পাশে খেলার সময় ওই শিশুকে ইসহাক আলী তার বাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। শিশুর চিৎকার দিয়ে ইসহাকের হাতে কামড় দিয়ে পালিয়ে আসে। বাড়িতে এসে মাকে বিষয়টি জানালে ৮ অক্টোবর তার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইসহাককে গ্রেফতার করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

তিনি আরও বলেন, আমরা আদালতে তার বিরুদ্ধে প্রমাণ দেখাতে সক্ষম হয়েছি। তাই বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস