রেললাইনে বসে কানে ইয়ারফোন, ট্রেনে কাটা পড়লেন কলেজছাত্র
ফাইল ছবি
রাজবাড়ী বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে সাগর বিশ্বাস (২৩) নামে এক কলেজছাত্র মারা গেছেন। তিনি কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইনের ওপর বসে গান শুনছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রোববার (১২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাগর উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া গ্রামের যতীন বিশ্বাসের ছেলে। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাগর কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইনের ওপর বসে গান শুনছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। রেললাইনের পাশে তার ছিন্নভিন্ন মরদেহ পড়েছিল। তার কাছে থাকা মোবাইলও ভেঙে কয়েক টুকরো হয়ে যায়।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এএএইচ