টাঙ্গাইলে গৃহবধূ হত্যায় ভাসুরের যাবজ্জীবন
টাঙ্গাইলে গৃহবধূ হত্যায় ভাসুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সে সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ফরমান আলী। তিনি কালিহাতী উপজেলার উত্তর পৌলী গ্রামের মৃত আজমত আলীর ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সিরাজুল ইসলাম জানান, ডিস লাইনের তার চুরির ঘটনায় শালিস বৈঠকে ফরমান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সে টাকা সংগ্রহের জন্য তার ছোট ভাই নুর ইসলামের বউ আছিয়া বেগমের কাছে যান। বিভিন্ন সময় টাকা দেওয়ার জন্য তিনি চাপ দিতে থাকেন। টাকা না দেওয়ায় ২০০৬ সালের ১ আগস্ট সকালে ফরমান আলী ছোট ভাইয়ের বউকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিহতের শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যান। নিহত আছিয়া বেগমের মামা মো. রজব আলী ঘটনার দিনই কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’