নৌকার মিছিল ও দেয়ালে পোস্টার লাগানোয় দুজনকে জরিমানা
ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও দেয়ালে পোস্টার লাগানোর দায়ে এক ইউপি সদস্য প্রার্থীসহ দুজনকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।
জানা যায়, নৌকা মার্কার সমর্থক মো. মাঈন উদ্দিনকে ১০ হাজার টাকা ও ৭ নম্বর ওয়ার্ডের আপেল মার্কার ইউপি সদস্য প্রার্থী ফজলুল হককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী উবাচু জানান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণায় নৌকা প্রতীকের মিছিল করার দায়ে নৌকা মার্কার সমর্থক মো. মাঈন উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দেয়ালে পোস্টার লাগানোর দায়ে ৭ নম্বর ওয়ার্ডের আপেল মার্কার ইউপি সদস্য প্রার্থী ফজলুল হককে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, মিছিল করা এবং দেয়ালে পোস্টার লাগানো আচরণবিধি বহির্ভূত। ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ১১/২ বিধি লঙ্ঘন ও ৮/৮ বিধি লঙ্ঘনের দায়ে দুই জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম