একাই হ্যান্ডমাইক হাতে স্ত্রীর জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন স্বামী
জমে উঠেছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রার্থীরা চালাচ্ছেন প্রচার প্রচারণা। নির্বাচনী প্রচারণায় জামালপুরের সরিষাবাড়ীতে দেখা মিলেছে ভিন্ন এক দৃশ্য। স্ত্রীকে জেতাতে হ্যান্ড মাইক হাতে রাস্তায় ঘুরছেন যুবক।
স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার পাঁচনখালি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. ফজলুল হক ফজু (৩৩)। খুব ছোটবেলায় বাবা-মা মারা যাওয়ায় মানুষ হয়েছেন মামার কাছে। সেই থেকে থাকছেন সরিষাবাড়ী উপজেলার চরহাটবাড়ি গ্রামে। পেশায় একজন মাছ বিক্রেতা। স্ত্রী মোছা. মর্জিনা বেগম। যিনি সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে ‘সূর্যমুখী ফুল’ প্রতীক নিয়ে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি ছাড়াও এ ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও পাঁচজন। মর্জিনা বেগমের কোনো কর্মী সমর্থক না থাকায় স্বামী ফজু একাই নেমেছেন নির্বাচনী মাঠে। এলাকাবাসীর চাঁদায় চলছে নির্বাচনী প্রচারণা। স্ত্রীকে জেতাতে হ্যান্ডমাইক হাতে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন স্বামী।
স্থানীয় মো. লিটন মিয়া, আব্দুল আলীম, মো. উজ্জ্বল মিয়া, রঞ্জু মিয়াসহ আরো অনেকে বলেন, তাদেরকে খুব ছোটবেলা থেকেই দেখে আসছি, তারা খুবই ভালো মানুষ। তারা নিতান্তই গরিব, মাছ বিক্রি করে তাদের সংসার চলে। নির্বাচিত হলে আমাদের দুঃখ কষ্ট বুঝবে। তবে নির্বাচিত হতে পারবে কিনা জানি না, দোয়া করি তিনি যেন নির্বাচিত হতে পারেন।

এ বিষয়ে ফজু জাগো নিউজকে বলেন, এই দুনিয়ায় আপন বলতে মামা ছাড়া তার কেউ নেই। ছোটবেলায় এতিম হয়েছে। সংসারে তিনি, তার স্ত্রী ও একটি সন্তান। নির্বাচনী পোস্টার ছাপানোর মতো তার কোনো পয়সা ছিলো না, পরে পাঁচ হাজার টাকা দেনা করে পোস্টার ছাপান।
এমন পরিস্থিতিতেও তিনি আশাবাদী তারা জয়ী হবেন। তাই স্ত্রীকে জেতাতে মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করছেন। তবে তার কোনো লোভ লালসা নেই। জয়ী হলে পেশার কোনো পরিবর্তন হবে না। আগেও মাছ বিক্রি করতেন পরেও মাছই বিক্রি করে জীবিকা নির্বাহ করবেন এবং এলাকার উন্নয়নমূলক কাজ করবেন বলে জানান তিনি।
নাসিম উদ্দিন/এফএ/জিকেএস