ফল আসা ৫০০ টমেটো গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
কৃষক অপূর্ব বিশ্বাসের পাঁচ শতাধিক ফলন্ত টমেটো গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
অভাবের টানাপড়েনের সংসারে একটু সচ্ছলতা আনতে পুকুরপাড়ে টমেটো চাষ করেছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক অপূর্ব বিশ্বাস। প্রতিটি গাছে টমেটোও ধরেছিল। স্বপ্ন ছিল এসব টমেটো বিক্রি করে ধারদেনা মিটিয়ে দেবেন। সেই স্বপ্ন ধূলিস্যাৎ হয়েছে অপূর্ব বিশ্বাসের।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোরের দিকে অপূর্ব বিশ্বাসের ক্ষেতের পাঁচ শতাধিক ফলন্ত টমেটো গাছ কেটে দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক অপূর্ব বিশ্বাস বলেন, সোমবার সন্ধ্যায় টমেটো গাছগুলোতে পানি দিয়ে বাড়ি চলে যাই। আজ ভোরে গিয়ে দেখি কে বা কারা রাতের আঁধারে আমার পাঁচ শতাধিক টমেটো গাছ গোড়া থেকে কেটে দিয়েছে। এসব টমেটো গাছের পরিচর্চা করতে এরইমধ্যে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। প্রতিটি গাছে ফল ধরেছে। এসব ফল বিক্রি করে আমার অন্তত এক লাখ টাকা আয় হতো। কিন্তু এখন আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) তারেকুর রহমান বলেন, এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অরবিন্দ কুমার রায় বলেন, এ ঘটনায় ওই কৃষক মামলা করতে পারেন। তিনি সহায়তার আবেদন করলে কৃষি বিভাগ থেকে সহায়তা করা হবে।
মেহেদী হাসান/এসআর/এএসএম