ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কোচিং থেকে ফেরার পথে অপহরণ, ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

গাজীপুরের টঙ্গীতে অপহরণের ৯ ঘণ্টা পর হাবিবুর রহমান মুছা নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে টঙ্গী পশ্চিম থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ।

গ্রেফতাররা হলেন- জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালেরচর (দালাল পাড়া) গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে মিনহাজ (১৯) ও একই গ্রামের মো. সওদাগর শেখের ছেলে মো.সুমন মিয়া (২০)। উদ্ধার শিশু মুছা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ধর্মদাহ গ্রামের মতিউর রহমানের ছেলে।

উপ-কমিশনার ইলতুৎমিশ বলেন, সোমবার বিকেল ৩টায় রসুলভাগ এলাকায় কোচিংয়ে পড়তে যায় শিশু মুছা। কোচিং শেষে বাসায় ফেরার পথে একটি অটোরিকশায় তুলে নিয়ে অপহরণ করা হয় শিশুটিকে। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে শিশুটিকে দিয়ে তার বাবা মতিউর রহমানের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা।

ইলতুৎমিশ আরও বলেন, বিষয়টি থানায় জানালে তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণের ৯ ঘণ্টা পর সোমবার দিনগত রাত ৩টার দিকে কলেজ রোডের হাউজ বিল্ডিং এলাকার জিয়াউর রহমানের বাসার ছাদ থেকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশু মুসাকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকেও গ্রেফতার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জাগো নিউজকে বলেন, মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আসামিদের গাজীপুর মহানগর মুখ্য হাকিম আদালতে তোলা হয়। এ সময় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম