কলাপাড়ায় নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৫ কর্মী আহত
পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সমর্থক নারীসহ পাঁচ কর্মী আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী সেন্টার সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়।
আহতরা হলেন- আনারস প্রতীকের কর্মী আলম সরদার (৬৫), শাকিব (২০), ঝুমুর (৩০), শাহানাজ (৩৫) ও নাজমা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আনারস প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লার পাঁচ কর্মী ব্যাটারিচালিত একটি অটোযোগে পশ্চিম বাদুরতলী এলাকায় লিফলেট বিতরণ করছিল। এসময় সেন্টার এলাকায় পৌঁছালে নৌকা প্রতীকের প্রার্থী মশিউর রহমান শিমুর ১০/১২ জন সমর্থক তাদের ওপর হামলা চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে আলম সরদারকে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত আলম সরদার জানান, আমরা একটি অটোতে প্রচার করছিলাম। হঠাৎ দা, লাঠিসোটা নিয়ে আমাদের ওপর আক্রমণ করে নৌকা মার্কার পদপ্রার্থী শিমুর লোকজন, পরে আমাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আসাদুজ্জামান মিরাজ/এআরএ