জামালপুরে নৌকার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ
নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক স্বপনের ক্ষতিগ্রস্ত নির্বাচনী কার্যালয়
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক স্বপনের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিনগত গভীর রাতে ওই ইউনিয়নের রায়দেরপাড়া আখের আলী মোড়ে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক স্বপন অভিযোগ করেন, ঘোড়া প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মোর্শেদ আলম তার ভাই ডা. কামরুল ও হুমায়ুন কবীরের নেতৃত্বে এলাকায় ভীতি ছড়িয়ে দিতে মহড়া দেওয়া হয়। পরে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা নৌকার অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে।

এসময় অফিসে রাখা বিপুল পরিমাণ পোস্টার ও পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ (জিডি) করা হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আনছার আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম