কলাপাড়ায় ট্রলি উল্টে প্রাণ গেলো চালকের
নিহত রাকিবুল ইসলাম
পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী ট্রলি উল্টে চালক রাকিবুল ইসলাম (২২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের পায়রা বন্দরের প্রথম টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবুল সন্ধ্যায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল সংলগ্ন প্রজেক্টের মধ্যে বালুভর্তি ট্রলি নিয়ে নদীর পাড়ে যাচ্ছিল যাচ্ছিলেন। এসময় ট্রলির একপাশ খাদে পড়ে উল্টে গেলে রাকিবুল নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাকিবুল পার্শ্ববর্তী আমতলী আরপাঙ্গাসিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের জাহাঙ্গীর প্যাদার ছেলে। তিনি পায়রা বন্দরের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম কোম্পানির গাড়িচালক ছিলেন বলে জানা গেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আসাদুজ্জামান মিরাজ/ইএ