স্কুলের মাঠে নৌকার অফিস
স্কুলমাঠে নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস
ঠাকুরগাঁও সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের মাঠে করা হয়েছে ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস। এটা নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন বলছেন নির্বাচন কর্মকর্তা।
সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের কুশলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অফিস করা হয়েছে। শুধু তাই নয়, এক ইউনিয়নে প্রার্থীপ্রতি সর্বোচ্চ তিনটি নির্বাচনী অফিস করার নিয়ম থাকলেও ওই ইউনিয়ন ঘুরে ১১টি নৌকার অফিস চোখে পড়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, স্বাভাবিক নিয়মে স্কুলের কার্যক্রম চলছে। কিছু শিশু স্কুলের মাঠে খেলছে। তবে স্কুলমাঠে নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস করা হয়েছে।

জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘স্কুলের মাঠে নির্বাচনী অফিস করার ব্যাপারে আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। যখন মাঠে নির্বাচনী অফিস করার কাজ চলছিল, তখন আমি বাধা দিয়েছিলাম। কিন্তু তারা আমার কথা শোনেননি। আমি বিষয়টি স্কুলের সভাপতি ও সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’
এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জাগো নিউজকে বলেন, ‘স্কুলের মাঠে অফিস নির্মাণের অভিযোগ পেয়েছি। তবে এখনও দেখিনি। স্কুলে গিয়ে অফিসটি দেখে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।’

ইউপি নির্বাচনে রুহিয়া পশ্চিম ইউনিয়নে নৌকার প্রার্থী অনিল কুমার সেন। স্কুলের মাঠে নির্বাচনী অফিসের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, ‘সেখানে কোনো অফিস থাকার কথা না। কে অফিসটি করেছে তা খোঁজ নেওয়া হবে।’
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘প্রতীক বরাদ্দের পর কোনো সরকারি প্রতিষ্ঠানে নির্বাচনী অফিস করা যাবে না। সভা-সমাবেশ করার বিধানও নেই। তবে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি।’
তানভীর হাসান তানু/এসআর/এএসএম