তেঁতুলিয়ায় হাওয়া মেশিন বিস্ফোরণে একজন নিহত, আহত ২
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাওয়া মেশিন বিস্ফোরণে এক পরিবহন শ্রমিক নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাওয়া মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে আল মামুন (২৫) নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মামুন পঞ্চগড় সদর উপজেলার জাবুরি দুয়ার এলাকার তহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন-ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার রবিউল ইসলাম (৩০) এবং পঞ্চগড় পৌরসভার নিমনগর এলাকার নাজমুল ইসলাম (১৬)।
স্থানীয়রা জানান, শনিবার সকালে আল মামুন ট্রাক নিয়ে বাংলাবান্ধার উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে গাড়ির চাকায় হাওয়া কম থাকায় ভজনপুর বাজারের রবিউল ইসলামের মোটর ওয়ার্কশপে গাড়ি থামান। চাকায় হাওয়া দেওয়ার সময় হঠাৎ প্রচণ্ড শব্দে মেশিনের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় গুরুতর আহত হন ট্রাকচালক আল মামুন, ওয়ার্কশপ মালিক রবিউল ইসলাম এবং মেকানিক নাজমুল ইসলাম।
স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া হাওয়া মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানটির কোনো অবহেলা ছিল কি-না বা মেশিনে কোনো ত্রুটি ছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সফিকুল আলম/এসআর/এএসএম