উপজেলা চেয়ারম্যান-মেয়র গ্রুপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০
উপজেলার আওয়ামী লীগের কার্যালয়ে সংঘর্ষ হয়
পটুয়াখালী গলাচিপায় উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ এবং পৌর মেয়র আহসানুল হক তুহিনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিনের ছোট বোন মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও তার মা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুরুন্নাহার বেগম অফিসে ঢুকলেই উত্তেজনা শুরু হয় এবং সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পাল্টাপাল্টি ইট পাটকেল এবং চেয়ার নিক্ষেপে অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জাগো নিউজকে বলেন, দুই গ্রুপের মধ্যে উত্তেজনা মূলক পরিবেশ সৃষ্টি হয়। পরে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে বিকেলে গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহর বিরুদ্ধে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৮ ডিসেম্বর দেশব্যাপী বিজয় মিছিলের অংশ হিসেবে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিজয় র্যালি বের হয়। র্যালি শেষে দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে যান। সেখানে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কোনো কারণ ছাড়াই উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ শাহিন শাহ মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের গালাগালি শুরু করেন। এতে সংক্ষুব্ধ মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন।
আব্দুস সালাম আরিফ/এসজে/জিকেএস