অবশেষে ভাড়ারা ইউনিয়নের সকল পদে নির্বাচন বাতিল
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের সকল পদের নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী নিহত ও এলাকার পরিস্থিতি বিবেচনায় ওই ইউনিয়নের সকল পদের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।
পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান সোমবার (২০ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছিলেন পাবনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
পাবনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কায়সার আহম্মেদ জানান, ৪র্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ভাড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলী নিহত হওয়ার ঘটনায় এলাকার পরিস্থিতি বর্ণনা করে তিনি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতেই কমিশন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদের নির্বাচন বাতিল করেছে।
তিনি আরো জানান, নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত রোববার (১৯ ডিসেম্বর) এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শুধু মাত্র চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছিলেন পাবনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কায়সার আহম্মেদ। ইউনিয়নটিতে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সকালে ভাড়ারা ইউনিয়নের চারা বটতলার ইন্দারা মোড় কালুরপাড়া এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ খান ও তার লোকজন প্রচার প্রচারণায় বের হয়। এদিকে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সুলতান মাহমুদের লোকজনও বের হয়। এ সময় আরেক স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের ইয়াছিন আলী (ঘোড়া প্রতীক প্রার্থীর চাচাতো ভাই) মুখোমুখি হলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহীতে স্থানান্তর করা হয়। পরে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী নাটোরের বনপাড়ায় পৌঁছানের পর মারা যান।
আমিন ইসলাম জুয়েল/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে