ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্তিযুদ্ধের রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ জেলা চাঁপাইনবাবগঞ্জ

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২১ ডিসেম্বর ২০২১

‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শিরোনামে দেশব্যাপী রচনা প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। দুই গ্রুপে সারাদেশ থেকে বাছাইকৃত এক লাখ ৫১ হাজার ৫১৬ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। এরমধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জ থেকেই অংশ নেয় ৪৯ হাজার ৩৮৩ শিক্ষার্থী। সর্বোচ্চ প্রতিযোগী অংশ নেয়ায় শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ।

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান, সোনার বাংলা গড়ায় প্রত্যয়, স্বাধীনতা সংগ্রামের প্রকৃত তাৎপর্য অনুধাবন ও মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল-কলেজ, মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।

রাজধানীর একটি হোটেলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। দেশের সাত বিভাগে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়।

শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, এ অর্জন পুরো জেলাবাসীর। এ অর্জনের কৃতিত্ব জেলার সব অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থীদের।

রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে অংশ নেয়। প্রত্যেক জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই গ্রুপে সেরা ২০ প্রতিযোগী অংশগ্রহণ করে। সারাদেশ থেকে দুই গ্রুপে ৫০ জন করে শ্রেষ্ঠ ১০০ জনকে পুরস্কৃত করে জাতীয় মানবাধিকার কমিশন। এছাড়াও তাদেরকে দুই বছর মেয়াদে মাসিক দুই হাজার করে টাকা বৃত্তি দেবে মানবাধিকার কমিশন।

সারাদেশ থেকে বাছাইকৃত এক লাখ ৫১ হাজার ৫১৬ শিক্ষার্থীর মধ্যে থেকে চূড়ান্ত পর্যায়ে ৩৪৭ প্রতিযোগীকে নির্বাচন করা হয়। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত হয় ছয়জন প্রতিযোগী।

সোহান মাহমুদ/এএইচ/এএসএম