ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘চেয়ারম্যান’ নামেই খুশি আজিদ উল্লা

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের মুড়াউড়া গ্রামের বাসিন্দা আজিদ উল্লা। বয়স ৫০ হলেও এখনো বিয়ে করেননি। তার পরিবারের সব সদস্যই থাকেন লন্ডনে। তিনিও বছরে দু-একবার যান। তবে ক্ষেত-খামার সহায়সম্পদ দেখাশোনার জন্য বেশিরভাগ সময়ই থাকেন বাংলাদেশে।

তার জন্য আছে এক বিশাল বাড়ি। তবে রান্নাবান্নার জন্য নেই কেউ। তাই হোটেল থেকেই খাবার এনে খান। তার সংরক্ষণে আছে ১২টি মোটরসাইকেল। এলাকায় যার যখন প্রয়োজন তার মোটরসাইকেলগুলো ব্যবহার করেন।

আজিদ উল্লা চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তার মার্কা মোটরসাইকেল। তবে প্রচারণার জন্য তার কোনো সমর্থক নেই। তিনি মোটরসাইকেলে একা একা ভোটারদের কাছে যান। তবে বেশিরভাগ মানুষ তাকে নিয়ে হাসি-তামাশা করেন।

স্থানীয় বেলাল আহমদ বলেন, কিশোর বয়সে এলাকার এক প্রার্থীর নির্বাচনী প্রচারণার কাজে যেতেন আজিদ উল্লা। এ থেকে তার জীবনের শখ ছিল একবার হলেও তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তাই এবার শখেরবশে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। তিনি সারাদিন মোটরসাইকেল নিয়ে নিজের প্রচার প্রচারণা চালান। আগে তাকে অনেকে পাগলা আজিজ বলে ডাকতেন। তবে এখন প্রার্থী হওয়ায় সবাই তাকে চেয়ারম্যান বলেই ডাকেন।

গ্রামের রিপন মিয়া বলেন, ভোটাররা তাকে নিয়ে তামাশা করেন। তবে নির্বাচন কমিশনের প্রক্রিয়ায় তিনি একজন চেয়ারম্যান প্রার্থী।

আজিদ উল্লা বলেন, মানুষের সেবা করতে ভলো লাগে। আমি মোটরসাইকেল দিয়ে এলাকার অনেককে সহযোগিতা করি। কৃষিকাজ ভালোবাসি। আমাকে মানুষ ভোট না দিলেও নামের চেয়ারম্যান তো হয়ে গেলাম। এটাই আমার সান্ত্বনা।

আব্দুল আজিজ/এসজে/আরএইচ/জিকেএস