সাবেক-নবনির্বাচিত চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
মুকসুদপুর থানা, ফাইল ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে সাবেক চেয়ারম্যানসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জলিরপাড় বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রনি আহম্মেদ তার কিছু সংখ্যক লোকজন নিয়ে পার্শ্ববর্তী জলিরপাড় বাজারে যাচ্ছিলেন। ওই পথ দিয়ে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের নাতি সাগর রহমানসহ (২৫) তিনজন একটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।
এ সময় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান (৬০) ও তার ভাগনি রাজিয়াকে (৩০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্য পক্ষের কুদ্দুস মোল্যা (৪২) নামে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে উভয়পক্ষ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের ভাই বাচ্চু শেখ বলেন, নবনির্বাচিত রনি আহম্মেদ ও তার লোকজন পূর্বপরিকল্পিতভাবে আমাদের লোকজনের ওপর হামলা করেছে। আমরা এর বিচার চাই।
এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান রনি আহম্মেদ বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমার লোকজনের ওপর সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের লোকজন হামলা করেছে। এ হামলায় আমাদের সমর্থক মেহেদী হাসান ও কুদ্দুস মোল্যা নামে দুজন আহত হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জাগো নিউজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখন শান্ত আছে।
মেহেদী হাসান/এসজে/জিকেএস