ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০১:৩৯ এএম, ২৩ ডিসেম্বর ২০২১

ঠাকুরগাঁওয়ে রহিমানপুর ইউনিয়নের মৌহুভাসি গ্রামে ২০টি দেশীয় অস্ত্রসহ (রামদা) সবুর (২৮) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সবুর ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে তাকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অস্ত্রের বস্তাসহ দেখতে পেয়ে সবুরকে আটক করে এলাকাবাসী। পরে তাকে মারধোর শুরু করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

তবে হাসপাতালের বেডে শুয়েই নিজেকে নির্দোষ দাবি করেন সবুর।

তিনি বলেন, আলামিন নামে নৌকার এক প্রার্থীর বদনাম করার উদ্দেশ্যে আমাকে ফাঁসিয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এলাকাবাসীর কাছ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

এমএইচআর