ফরিদগঞ্জে ২২ বিদ্রোহী প্রার্থী আ’লীগ থেকে আজীবন বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় চাঁদপুরের ফরিদগঞ্জে ২২ আওয়ামী লীগ নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের স্বাক্ষরিত এক দলীয় পত্রে এ বহিষ্কারাদেশ জারি করা হয়। বহিষ্কৃতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের নয়জন, ইউনিয়ন আওয়ামী লীগের ১০জন, একজন যুবলীগ, একজন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও একজন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রয়েছেন।
বহিষ্কৃতরা হলেন— বালিথুবা পূর্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ।
সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান বাবু। সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মিন্টু।
গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মজনু বেপারী ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হাজী আব্দুল মান্নান। গুপ্টি পশ্চিম উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য বুলবুল আহম্মেদ।
পাইকপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম।
গোবিন্দপুর উত্তরে উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. শাহ আলম ও আওয়ামী লীগের প্রাথমিক সদস্য এমরান হোসেন মিলন। গোবিন্দপুর দক্ষিণে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ূন আহমেদ পাটোয়ারী ও উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ইমরান হোসেন ভূঁইয়া।
চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের সহ-সভাপতি নুরে আলম পাটোয়ারী। চরদুঃখিয়া পশ্চিম উপজেলা আওয়ামী লীগের সদস্য নুর নবী জমাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান আব্দুল হাই।
রূপসা উত্তরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল ও উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য নূরের রহমান সুমন। রূপসা দক্ষিণে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুর রহমান খন্দকার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের খোকন ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য জহিরুল ইসলাম।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার কতিপয় ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ২ নভেম্বর পাঠানো পত্রের আলোকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৭ ধারার (ঠ) উপ ধারা মোতাবেক উল্লিখিত সবাইকে দলীয় সব পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো। এমতাবস্থায় তারা এখন থেকে আর কোনো দলীয় পদ পদবির পরিচয় দিতে পারবেন না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, বহিষ্কৃতরা আসন্ন ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ৫ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নজরুল ইসলাম আতিক/এমএএইচ/