ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইউপি নির্বাচন: নাচোলে নৌকার ভরাডুবি

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আজকের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের কোনোটিতেই নৌকার প্রার্থী জয়লাভ করতে পারেননি।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকাব আলী।

তিনি জানান, কসবা ইউনিয়নে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে জাকারিয়া আল মেহরাব, ফতেপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সাদির আহম্মেদ ভুলু, নাচোল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে সফিকুল ইসলাম ও নেজামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে আমিনুল হক বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর আগে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা উৎসবের আমেজে দীর্ঘ লাইন ধরে ভোট দেন। উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, জেলার ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নেও আজ ভোটগ্রহণ হয়। তবে এখনো সেগুলোর ফলাফল পাওয়া যায়নি।

সোহান মাহমুদ/এমআরআর/জিকেএস