ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাব্বানীর ওপর হামলা: নির্বাচিত চেয়ারম্যানের ছেলেসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১

ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে সোহেল মোল্লাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।

তিনি বলেন, সোমবার রাতে করা মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়। নামীয় আসামিদের গ্রেফতারে রাতভর অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার ভোরে ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে ও মামলার প্রধান আসামি সোহেল মোল্লা (২৮) এবং একই এলাকার ছালাম হাওলাদারের ছেলে জহিরুল মাতুব্বরকে (২৫) গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

২৬ ডিসেম্বর ইশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ ওঠে। এ খবর শুনে গোলাম রাব্বানী সেখানে গেলে মোশারফ মোল্লাসহ তার ছেলে সোহেল মোল্লা তার ওপর চড়াও হন। একপর্যায়ে গোলাম রাব্বানীকে কুপিয়ে আহত করা হয়। এতে রাব্বানীর ডান হাতের দুটি আঙুল কেটে যায়। তাকে বাঁচাতে গিয়ে রাব্বানীর আরও দুই কর্মী আহত হন। নির্বাচনে রাব্বানীর মামা সালাহ উদ্দিন ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে লড়ে হেরে যান

একে এম নাসিরুল হক/এসজে/এএসএম