ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘খালেদা জিয়ার নেতৃত্বেই সরকার পতনের ঘণ্টা বাজবে’

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সরকার পতনের ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শামছুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে বিএনপি আয়োজিত গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, ‘দেশের জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না। সরকার পতনের দাবিতে পাহাড়ি জনপদেও জনস্রোত সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘অবিলম্ব বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার ব্যবস্থা না হলে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন শুরু হবে।’

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে গণসমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহাম্মদ মজুমদার, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ বিন জলিল কালু, যুগ্ম-সম্পাদক মাহফুজুর রহমান মিনার, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকাল থেকে খাগড়াছড়ির নয় উপজেলা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তিসহ উন্নত চিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে জনসভায় যোগদান করেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জিকেএস