ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক হাসপাতালে মায়ের মরদেহ, আরেক হাসপাতালে সাদী

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহতের একজন আহত সাদীর মা দিলারা খাতুন (৪০)। মায়ের সঙ্গেই রাজশাহী থেকে ঢাকার যাত্রাবাড়ী যাচ্ছিল সে। তার বাবার নাম শাহীন। তারা যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-বনপাড়া মহাসড়কের গোঁজা ব্রিজ এলাকায় বাস উল্টে পাঁচজন নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন। তাদের বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশু সাদী খান সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকার সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনার পর থেকে শিশুটির স্বজনদের পরিচয় পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার সন্ধ্যার পর তার স্বজনদের পরিচয় মেলে।

ওসি লুৎফর রহমান বলেন, শিশু সাদী তার মায়ের সঙ্গে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন নিহত হন। মা-ছেলে সহ অন্তত আরও ১৫ জন আহত হন। মা দিলারা খাতুনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ও তার সন্তান সাদীকে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান সাদীর মা।

তিনি আরও বলেন, পরিবারের লোকজন আসছে। তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। একই সঙ্গে শিশু সাদীকে বুঝিয়ে দেওয়া হবে।

এসজে/এএসএম