স্বজনদের খুঁজছে সড়ক দুর্ঘটনায় আহত সাদী
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনায় সাদী খান (৭) নামে আহত এক শিশুর স্বজনদের খুঁজছে। সে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকার সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তার সন্ধানে কোনো ব্যক্তি এখনো হাসপাতালে আসেনি। কার সঙ্গে গাড়িতে উঠেছিল তাও বলতে পারছে না সে। তবে তার আর বাবার নাম বলতে পারলেও আর কোনো তথ্য দিতে পারছে না।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বনপাড়া মহাসড়কের গোঁজা ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে প্রাণ হারান পাঁচজন। এ ঘটনায় আহত হন শিশু সাদীসহ অন্তত ১৫ জন। আহতরা বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে সাদীকে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার স্বজনদের খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের কাছে যেতে সে কান্না করছে।
বিকেলে ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত অবস্থায় বেডে শুয়ে আছে শিশু সাদী। সড়ক দুর্ঘটনায় চোখে-মুখে আঘাতপ্রাপ্ত হয়ে সে। তেমন একটা কথা বলতে পারছে না। সেবিকারা তার দেখভাল করছেন। তবে তার মা-বাবাকে খুঁজছে।
এ ব্যাপারে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবীর জাগো নিউজকে বলেন, দুর্ঘটনায় আহত শিশুকে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়। তবে শিশুটি ওর আর ওর বাবার নাম ছাড়া আর কিছু বলতে পারছে না। তার সন্ধানে এখনো কাউকে আসতে দেখিনি।
এসজে/এমএস