ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে এসপিসহ ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ১০:০১ পিএম, ০৩ জানুয়ারি ২০২২

হবিগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলীসহ ৫৪ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদ মামলার আবেদনটি খারিজ করে দেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিএনপি নেতা অ্যাডভোকেট শামছুল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে মামলার আবেদনটি করেন।

মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী অ্যাডভোকেট শামছুল ইসলাম।

বিচারক ২০৩ ধারায় মামলাটি খারিজ করেছেন জানিয়ে মামলার বাদী বলেন, এত বড় একটি ঘটনায় যদি মামলা না নেন তাহলে কি আর বলার আছে। তবে বিষয়টি দলীয় হাইকমান্ডকে জানানো হয়েছে। হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপি গত ২২ ডিসেম্বর শহরের শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ের সামনে একটি সমাবেশ আ‎হ্বান করে। পুলিশ দলীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরির কাজে বাধা ও রাস্তায় ব্যারিকেড দেয়। দুপুর ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাবেক এমপি শাম্মী আক্তারসহ কেন্দ্রীয় নেতারা সভাস্থলে উপস্থিত হন।

সভাস্থলে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হতে শুরু করেন। কিন্তু পুলিশ শহরের সব প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে সভাস্থলে আসা নেতাকর্মীদের আটক ও হয়রানি করতে থাকে। পুলিশ সমাবেশ স্থলের সামনে ছাত্রদলের মিছিলে গুলিবর্ষণ শুরু করে। এতে অনেকে আহত হন। এজন্য দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এমএস