ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চারজনের শরীরে ভর করে এসে ভোট দিলেন বৃদ্ধ

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২২

বয়স প্রায় ৭৫ বছর। চলাফেরা করতে পারেন না। তারপরও ভোট দেওয়া থেকে বিরত থাকেননি চাঁপাইনবাগঞ্জের ছাপানিয়া গ্রামের বাসিন্দা আক্কাস আলী। ভাতিজা, নাতিসহ চারজনের শরীরে ভর করে ভোট দিতে আসেন তিনি।

বুধবার (৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ নম্বর সুন্দরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য চোখে পড়ে।

ভোটকেন্দ্রে দেখা যায়, ভাতিজা, নাতিসহ চারজন চ্যাংদোলা করে আক্কাস আলীকে ভোটকেন্দ্রে নিয়ে যান। এর আগে গাড়ি থেকে তাকে কাঁধে করে নামান স্বজনরা।

বৃদ্ধ আক্কাস আলী বলেন, ভোট দেওয়া আমাদের অধিকার। তাই যোগ্য ব্যক্তিকে ভোট দিতে এসেছি। আমি চাই সৎ প্রার্থী নির্বাচিত হোক। যেন এলাকার উন্নয়ন হয়।

আক্কাস আলীর নাতি জুয়েল রানা বলেন, নানা বৃদ্ধ হলেও মনোবল এখনও ঠিক আছে। সব প্রার্থীকে তিনি চেনেন। তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

ভাতিজা গোলাপ উদ্দিন জাগো নিউজকে বলেন, ইউপি নির্বাচনে প্রচারণার শুরু থেকেই বিভিন্ন প্রার্থী চাচার কাছে ভোট চেয়েছেন। তাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কেন্দ্রে গিয়ে ভোট দিবেন এবং যাকে পছন্দ হবে তাকেই ভোট দেবেন। চাচার ইচ্ছা অনুযায়ী কাঁধে করেই আমরা তাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে চাচা অত্যন্ত খুশি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন, মেম্বার পদে ৫৪৯ জন এবং সংরক্ষিত নারী মেম্বার পদে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার দুই লাখ ৬৭ হাজার ৪৩৫ জন।

সোহান মাহমুদ/এসআর/এএসএম