ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দশমিনায় মেছোবাঘের শাবক ধরলো স্থানীয়রা

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০৫ জানুয়ারি ২০২২

পটুয়াখালীর দশমিনায় একটি মেছোবাঘের শাবককে ধরেছে স্থানীয়রা। বুধবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বহরমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার পাতাবন থেকে বাঘটি ধরা হয়। বাঘটি স্থানীয় বাজারে নিয়ে গেলে ভিড় করে উৎসুক জনতা।

স্থানীয়রা জানান, খালপাড় পাতাবন এলাকার একটি বাগানে প্রায় ১৫-১৬টি বাচ্চা নিয়ে একটি মেছোবাঘ বসবাস করছে। মাঝে মধ্যে তাদের দেখা যায়। তবে বুধবার বিকেলে হঠাৎ মেছোবোঘের একটি শাবক বাইরে চলে আসে। এ সময় স্থানীয়রা বাঘটি ধরে বন বিভাগে খবর দেয়।

এ বিষয় উপজেলা বন কর্মকর্তা অমিতাভ বসু বলেন, বন বিভাগে লোকজন ঘটনাস্থলে গেছে। বাঘটি উদ্ধার করে অবমুক্ত করা হবে।

আব্দুস সালাম আরিফ/এসজে/জিকেএস