ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চালককে মারধর, পিরোজপুরের ৫ রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৬ জানুয়ারি ২০২২

চালককে মারধরের ঘটনায় পিরোজপুরের পাঁচ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ এ তথ্য নিশ্চিত করেন।

চালককে মারধর, পিরোজপুরের ৫ রুটে বাস চলাচল বন্ধ

তিনি বলেন, ‘গত মঙ্গলবার (৪ জানুয়ারি) ঝালকাঠি বাস টার্মিনালের অফিস কক্ষে পিরোজপুরের সিনিয়র এক বাসচালককে আটকে রেখে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য খুলনা-বরিশাল-ঝালকাঠি-বরগুনা-পটুয়াখালী রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’

চালককে মারধর, পিরোজপুরের ৫ রুটে বাস চলাচল বন্ধ

আহত বাসচালক অরবিন্দ কুমার দাস বলেন, ‘গাড়ী নিয়ে বরিশালে যাওয়ার সময় ঝালকাঠিতে পৌঁছালে আমাকে ধরে নিয়ে অফিস কক্ষে আটকে রাখে। পরে ওই বাসচালক সুমনের নেতৃত্বে বাসের সুপারভাইজার ও হেলপারসহ আরও কিছু লোক মারধর করে ও সঙ্গে থাকা নগদ ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসেন। বিষয়টির দ্রুত সুষ্ঠু বিচার চাই।’

আরএইচ/জেআইএম