ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নানির শাড়িতে ঝুলছিল কিশোরী ইভা

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২২

গাজীপুরের কালীগঞ্জে ইভা আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার রাজপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইভা কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রাজপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। সে স্থানীয় জুগলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, কিশোরীর মা ঢাকায় কাজ করেন। শুক্রবার বেলা ১১টার দিকে ইভাকে বাড়িতে রেখে কাজে চলে যায় তার বাবা ইব্রাহিম। সন্ধ্যা ৬টার দিকে বাড়িতে এসে ঘরের আড়ার সঙ্গে নানির শাড়িতে ইভার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার বাবার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।

এসআই আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আব্দুর রহমান আরমান/এসজে/এএসএম