বেনাপোলে ৬৭১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
যশোরের বেনাপোলে পৃথক অভিযানে ৬৭১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র্যাব-৬ এর সদস্যরা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় র্যাবের উপস্থিত টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব।
যশোর র্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় পশ্চিমপাড়া এলাকার তৈয়াব আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৩৯০ বোতল ফেনসিডিলসহ বিল্লাল ফরাজী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানে একই গ্রামে ১৬০ বোতল ফেনসিডিলসহ জয়নুদ্দীন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মোটরসাইকেলের ব্যাটারির পাশে বিশেষ কায়দায় লুকানো ছিল এসব ফেনসিডিল। এ সময় তার সঙ্গে থাকা ইয়ামিন (২৫) নামে আর এক মাদক কারবারি একটি ট্রলি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তার মধ্য থেকে ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
যশোর র্যাব ৬ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম নাজিউর রহমান বলেন, গ্রেফতাররা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মো. জামাল হোসেন/এমআরআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান