ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ওমিক্রন প্রতিরোধে ভোমরা স্থলবন্দরে বাড়তি পদক্ষেপ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:৪২ এএম, ১২ জানুয়ারি ২০২২

ওমিক্রন প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বাড়তি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল থেকে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ, ইমিগ্রেশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের উদ্যোগে বাস্তবায়ন করা হচ্ছে নানা কার্যক্রম। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনো অতিরিক্ত কোনো নির্দেশনা না আসায় আগের নিয়মেই কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, মঙ্গলবার সকাল থেকে ভারত থেকে পণ্য নিয়ে আসা প্রতিটি ট্রাকের চাকায় ব্লিচিং পাউডার স্প্রে করা হচ্ছে। চালক ও তাদের সহকারীদের হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার নিশ্চিত করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদের তাপমাত্রা দেখছেন। এছাড়া বন্দর এলাকায় অবস্থানরত শ্রমিকদের মাস্ক পরিধান, নির্দিষ্ট স্থানে খাওয়া ও অবস্থানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার জাগো নিউজকে বলেন, ভোমরা বন্দরে আগের নিয়মেই আগতদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ভারতীয় ট্রাক ড্রাইভার ও শ্রমিকরা অনেকেই স্বাস্থ্যবিধি মানতে আগ্রহী নন। তারা বন্দর এলাকায় এসে যত্রতত্র ঘোরাফেরা করছেন। বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর তারা এ বিষয়ে ব্যবস্থা নেয়।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/