ব্রাহ্মণবাড়িয়ায় এক কুকুরের কামড়ে শতাধিক আহত
আহতদের হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় একটি কুকুরের কামড়ে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬৯ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার মধ্যপাড়া, দক্ষিণ পৈরতলা ও পুনিয়াউট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ধাওয়া করে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুপুরের দিকে একটি পাগলা কুকুর পৌর শহরের বিভিন্ন এলাকায় শতাধিক ব্যক্তিকে কামড়েছে। পরে নয়নপুর এলাকায় লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ জাগো নিউজকে বলেন, জলাতঙ্ক হলে কুকুর পাগল হয়ে যায়। এক্ষেত্রে কুকুরকে ভ্যাক্সিনেশন করতে হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে শতাধিক আহত হয়েছে। আহতদের ৬৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম