ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্তম্ভে জুতা পায়ে প্রশাসনের কর্তারা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৩ জানুয়ারি ২০২২

নোয়াখালীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান পৌর পার্কে এ স্তম্ভের উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় স্তম্ভের বেদিতে তারা ফটোসেশনও করেন। তবে সবাই জুতা পায়ে ফটোসেশন করায় সমালোচনা শুরু হয়েছে।

১৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্তম্ভের তিন পাশে বঙ্গবন্ধু শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও নোয়াখালীর লোগো স্থান পেয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধনের সময় স্তম্ভের বেদিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে জুতা পায়ে ফটোসেশন করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

jagonews24

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে স্তম্ভ করে সম্মান জানাতে গিয়ে প্রকাশ্যে জুতা নিয়ে উঠে অসম্মান করা হলো। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এমন আচরণ অপ্রত্যাশিত।

নোয়াখালী ডিসি খোরশেদ আলম খান জাগো নিউজকে বলেন, পার্কের সৌন্দর্য বাড়ানোসহ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষকে স্মরণীয় করে রাখতে স্তম্ভটি নির্মাণ করা হয়েছে।

জুতা পায়ে ফটোসেশনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সিঁড়িতে দাঁড়িয়েছি। বেদিতে কেউ জুতা পায়ে উঠেছে কি না খেয়াল করিনি। স্তম্ভ সম্মানের জায়গা। এখানে অসম্মান হবে এমন কোনো কাজ করা উচিত নয়।’

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম