ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত ৮, গ্রেফতার ১০

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ অন্তত আট জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ হামলাকারীকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজনৈতিক ও স্থানীয় বিভিন্ন কাজের আধিপত্য নিয়ে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিকসহ তার সমর্থকদের সঙ্গে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিসহ তার সমর্থকদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিলো। এরই জের ধরে এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষ, হামলা-মামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে কাঞ্চন বাজার এলাকায় কলি বাহিনীর সদস্য আনোয়ার, খায়ের, টুটুল, লোহা শাহিন, মামুন, আব্দুল রাজ্জাক, শান্ত, আলামিন, রিফাত, উজ্জল, আমিন, ইকবাল, মনজু, রোবের, মতিউর, মাসুমসহ প্রায় ৩০ থেকে ৩৫ জনের একদল দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে কলি বাহিনীর সদস্যরা কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিকের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় কাঞ্চন পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান, আল-আমিন, আরিফ, হারেজ, রওশন আলী, সোহেলসহ অন্তত আটজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আল-আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক জাগো নিউজকে বলেন, সম্পূর্ণ অন্যায় ও পরিকল্পিতভাবে কলি বাহিনীর সন্ত্রাসীরা আমার নিরীহ লোকদের ওপর হামলা চালিয়েছে। আমি পৌরসভা এলাকায় কোনো প্রকার বিশৃঙ্খলা চাই না। আমার পৌরবাসী যেভাবে শান্তিতে থাকতে চায়, আমি সেভাবেই চালিয়ে আসছি।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি বলেন, আমার গাড়ির চালককে মারধর করার পর তর্কবিতর্ক ও বাকবিতণ্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জাগো নিউজকে বলেন, হামলার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এমকেআর