ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিজিবির সঙ্গে ‘গোলাগুলি’, ২ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২২

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচারকারীদের সঙ্গে বিজিবির ‘গোলাগুলি’ হয়েছে। এ সময় ২ লাখ ইয়াবা ফেলে পাচারকারীরা পালিয়ে গেছে বলে দাবি বিজিবির।

শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালির কাটাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে তল্লাশি চালিয়ে ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক মো. মেহেদী হোসাইন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল বালুখালির কাটাপাহাড়ে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে চার-পাঁচজন ব্যক্তিকে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় পাচারকারী বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা ২০ রাউন্ড গুলি ছুড়ে। তখন পাচারকারীরা তাদের সঙ্গে থাকা বস্তা মাটিতে ফেলে দ্রুত নাফ নদী হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তা থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবা পরবর্তীতে ধ্বংস করা হবে।

সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম