ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মারামারির ঘটনায় এজলাসে তালা, আইনজীবীদের আদালত বর্জন

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৬ জানুয়ারি ২০২২

দুই পক্ষের মারামারিকে কেন্দ্র করে সিরাজগঞ্জ আদালতের এজলাসে তালা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (১৬ জানুয়ারি) দুপুরে আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন আইনজীবীরা।

খোঁজ নিয়ে জানা যায়, ১৩ জানুয়ারি দুপুরে অ্যাডভোকেট আবুল কালামের কাছে ঘুস দাবি করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলী। এ সময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ কারণে রোববার সকালে আদালত ও বিভিন্ন অফিস কক্ষসহ সব এজলাসের তালা ঝুলিয়ে দেয় ইউসুফ পক্ষের লোকজন। এ সময় অ্যাডভোকেট আবুল কালামের বিরুদ্ধে শাস্তির দাবিতে মিছিল বের করেন তারা। এর প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির সদস্যরা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।

মারামারি ঘটনায় এজলাসে তালা, আইনজীবীদের আদালত বর্জন

সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না বলেন, কোর্ট ও বিভিন্ন অফিস কক্ষসহ সব এজলাসে তালা ঝুলিয়ে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করেছে। আমরা কোর্ট প্রাঙ্গণ ঘুস ও দুর্নীতি বন্ধের দাবি জানাচ্ছি। যতক্ষণ না আমাদের দাবি মানা হয়, ততক্ষণ পর্যন্ত জেলা জজের সঙ্গে সাক্ষাৎ ও কোর্টের কার্যক্রম বর্জন করা হলো। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলীকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মারামারি ঘটনায় এজলাসে তালা, আইনজীবীদের আদালত বর্জন

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান রানা (পিপি), জেলা আইনজীবী সমিতির সভাপতি মীর রুহুল আমীন বাবু, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, অ্যাডভোকেট আশিকে খোদা টুটুল, অ্যাডভোকেট সেলিনা বেগম পান্না, অ্যাডভোকেট জুয়েল রানা, অ্যাডভোকেট তৌফিকুর রহমান জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলীর মোবাইল নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এসজে/জেআইএম